21
SEP 2020
Hypochlorite solution
কি করে বানাবেন
১. ১% সলিউশন বানাতে ১লিটার জল মেপে নিয়ে ওতে ১০ গ্রাম ব্লিচিং পাউডার মেশাতে হবে। ওজন করার মেশিন না থাকলে সাধারণ সাইজের দেশলাইয়ের বাক্সে কানায় কানায় ভর্তি করে ব্লিচিং পাউডার নিয়ে জলে ভালো করে মেশাতে হবে। সেটা তারপরে কাপড়ে ছেকে নিয়ে ব্যবহার করতে হবে। আর কোন জল মিশিয়ে এটাকে হালকা করা যাবে না। যতটা দরকার সেই পরিমাণে জল নিয়ে সলিউশন বানাতে হবে।
২. ০.৫% বানাতে ১ লিটার এর জায়গায় ২ লিটার জল নিতে হবে।
কোথায় কি ব্যবহার করবেন
১. ঘর মোছার সময়, দরজার হাতলে, বারান্দা সিঁড়ির রেলিং এ, টেবিল চেয়ার ইত্যাদি ওপরে ১% সলিউশন দিয়ে মোছা বা স্প্রে করে দেয়া যেতে পারে। বাইরে থেকে আসা জুতো ছাতা লাঠি ইত্যাদি এভাবে শুদ্ধ করা যায়।
২. বাইরে থেকে যা যা জিনিস কেনা হবে তার ওপরে ০.৫% সলিউশন স্প্রে করে ছড়িয়ে দিলে নিরাপদ হবে। অথবা ঘরের বাইরের দিকে কোন জায়গায় জিনিসগুলো একদিন বা দুদিন রেখে দেয়া যেতে পারে। শাকসবজি ফলমূল সাবান জলে ধুয়ে শুকিয়ে নেয়া যেতে পারে অথবা ০.৫% স্প্রে করে মুছে নেওয়া
যেতে পারে।
৩. বাইরে থেকে এসে মুখের মাস্ক জামা কাপড়ের সঙ্গে সাবান জলে ধুয়ে নেয়াটাই সবচেয়ে সুবিধাজনক। মাছ অবশ্য ০.৫% সলিউশনে 30 মিনিট ডুবিয়ে শুদ্ধ করা যায়। তবে রঙিন কাপড়ের রং ফিকে হয়ে যাবে ।
*** এই সলিউশন ১.৫ দিনে আবার নতুন বানাতে হবে,এর বেশী সময় এটা কাজের থাকে না, এর মধ্যে ক্লোরিন এর মাত্রা কমে যায় l